All About to Travels: How to go kurunnahar from Bolpur?

Wednesday, 12 February 2020

How to go kurunnahar from Bolpur?

তুমি বোলপুর থেকে কি কি উপায়ে কীর্ণাহার পৌঁছাতে পারো তার বিবরণ নিচে পাবে।
তুমি ট্রেন নিতে পারো, প্রাইভেট গাড়ি নিতে পারো, এমনকি পাবলিক বাসও নিতে পারো।


বাস : -

সব থেকে কম খরচে যেতে চাইলে আমি বলবো বাস নিতে কারণ বাসে গেলে আপনার খরচ কম হবে এবং টাইম ও বাঁচবে। এটা মোটামুটি ৩০ কিলোমিটারের দূরত্ব। পাবলিক বাসে গেলে খুব বেশি হলে আপনার ৩০ টাকা ভাড়া। বোলপুর জামবুনি বাস স্ট্যান্ড থেকে বাস নিলে আপনি সীট পেয়ে যাবেন। আপনি চিত্রা মোর থেকেও বাস নিতে পারেন। সুতরাং আপনি মোটামুটি এক ঘন্টার মধ্যে কীর্ণাহার পৌঁছে যাবেন। কীর্ণাহার যাবার লাস্ট বাস মোটামুটি বিকাল ৪.৪৫ টা নাগাদ। এটি সরকারি বাস, আসে দুর্গাপুর থেকে এবং যাবে কাটোয়া পর্যন্ত। কীর্ণাহার আসার জন্য প্রত্যেক ১৫ মিনিটে বাস পাবেন। 



ট্রেন : - 

এখানে ট্রেনটা একটু সময় সাপেক্ষ্য। ট্রেনে যেতে গেলে আপনাকে একবার ট্রেন পাল্টাতে হবে। প্রথমে আপনাকে আহমেদপুর যেতে হবে। সেখান থেকে আবার কাটোয়ার ট্রেন নিতে হবে।আপাততঃ আহমেদপুর থেকে কাটোয়া যাবার জন্য কেবলমাত্র একটি ট্রেন আছে। সেটাও সকালে চলে। এখানেও আপনার এক ঘন্টা তিরিশ মিনিট লাগবে।



প্রাইভেট গাড়ি : -

আপনার যদি আর্থিক কোনো সমস্যা না থাকে তাহলে আপনি প্রাইভেট গাড়ি নিতে পারেন। গাড়িতে আপনার মোটামুটি ৪৫ মিনিট লাগবে। ভাড়া হবে ৭০০ টাকা মতো । যদি আপনার গাড়ির দরকার পরে তাহলে আমি একজন সৎ এবং দায়িত্ববান ড্রাইভারের ফোন নম্বর আপনাদের সাথে শেয়ার করছি। দরকার পড়লে যোগাযোগ করে নেবেন। নাম - আনন্দ দুলাল মন্ডল এবং ফোন নম্বর - 9474168729.


আশা করি আপনার যাত্রা শুভ হোক। 

No comments:

Post a Comment

jaipur, the pink city